আহমাদুল কবির, বিশেষ প্রতিনিধি: মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ আগামী ৭ জুলাই দু’দিনের সফরে ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। ৩ জুলাই বুধবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
ঢাকা সফরকালে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ৭ জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে।
সূত্র জানায়, ঢাকা সফরকালে সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ বিভিন্ন পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। তবে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট, মালয়েশিয়ার শ্রমবাজারে জনশক্তি পাঠানো, দু’দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা ইত্যাদি আলোচনা প্রাধান্য পাবে। সফর শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ৮ জুলাই ঢাকা ত্যাগ করবেন।
এদিকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফরের খবরে প্রবাসীদের মাঝে আশা জেগেছে। তারা মনে করছেন, মালয়েশিয়ায় প্রবাসীদের চিহ্নত কিছু সমস্যার বিষয়ে আলোচনা হবে সফরকালে। এরমধ্যে, অনেক কর্মী জিটুজি প্লাস কলিং ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কাজ পাচ্ছে না। কোম্পানীগুলো কাজ দিচ্ছে না, বেতন দিচ্ছে না। বেকার থেকে থেকে অবৈধ হয়ে যাচ্ছে কর্মীরা। অনেকেই গেলো বছর শেষ হওয়া রি-হায়ারিং কর্মসূচিতে নিবন্ধন করেও নানা প্রতারণায় ভিসা পাননি। অবৈধ কর্মীদের বৈধতা দেয়ার দাবি প্রবাসীদের। তা না হলে অন্তত দ্রুত সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরার সুযোগ চান তারা। এসব বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জোড়ালো দাবি আশা করছেন প্রবাসীরা। সেইসাথে দ্রুত শ্রমবাজারটি উন্মুক্ত করার দাবিও প্রবাসীদের।