স্টাফ রিপোর্টার : লিবিয়া থেকে দেশে ফিরেছেন ২৯ বাংলাদেশি। দেশটির বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কর্মীরা স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
মঙ্গলবার ( ২ জুলাই) ভোর ৫.২০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১২ ফ্লাইট যোগে লিবিয়া থেকে ঢাকায় অবতরণ করেন কর্মীরা।
এয়ারপোর্টে নামার পর কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশনে নেয়া হয়। তাদের ঠিকানা যাচাইবাছাইয়ের জন্য সংশ্লিষ্ট থানাতে বার্তা পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাদের বের হতে সময় লাগবে বলে জানায় ইমিগ্রেশন।
এদিকে একই কারণে ৩ জুলাই ফিরবেন ৩৭ জন এবং ৫ জুলাই ফিরবেন ৩৫ বাংলাদেশি কর্মী।