সাজ্জাদ হোসেন সজিব, জাপান থেকে: মাউন্ট ফুজির পাদদেশে সেনগেন জিনজার সর্বোচ্চ ধর্মীয় নেতা জোমনজি আতসুসি ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে “এশিয়ান আর্টপিক ২০২০” ঘোষনা করেন। একই সাথে সুন্দর ও শান্তির জন্য পদকে শিল্পী মোহাম্মদ সোলায়মান হোসাইন , শিল্পী এফ রহমান ভূটান , শিল্পী শরিফ আহমেদ এবং প্রফেসর শিল্পী কুশিদা ভূষিত হন ।
স্থানীয় সময় ২২ জুন সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা দেয়া হয়। সেনগেন জিনজার সর্বোচ্চ ধর্মীয় গুরুর হাত থেকে শিল্পী মোহাম্মদ সোলায়মান হোসাইন সনদ গ্রহন করেন । এই সময় এশিয়ান আর্টপিক ২০২০ কমিটির নাম ঘোষনা করা হয় ।
কমিটির প্রধান হিসেবে মিউরা নোভিমতো নিযুক্ত হন। ওশিনো সিটি মেয়র আমানো তাকিও , কাউন্সিলর ওয়াতানাবে হিদেকি , বাংলাদেশের শিল্পী বন্ধু তাদাইচি সাকামতো জাপানের বিভিন্ন প্রদেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
জাপান প্রবাসী সারা ক্রিয়েশনস কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান মুন্সীগঞ্জের শিল্পী মোহাম্মদ সোলায়মান হোসাইন এশিয়ান আর্টপিক ২০২০ এর সাউথ এশিয়ার চেয়ারপারসন নিযুক্ত হন। এশিয়ান আর্টপিক ২০২০ এর শ্লোগান হলো “ এক এশিয়া”।