সাভার প্রতিনিধি, প্রবাস বার্তা: নিজ নির্বাচনী এলাকা ধামরাইয়ের নির্মাণাধীন মসজিদ ও মাদ্রাসা পরিদর্শনে গিয়ে আহত হয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল। রিক্রুটিং এজেন্সিস – বায়রার সভাপতি বেনজির আহমেদ এমপি। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়।
বেনজির আহমেদের ব্যক্তিগত সহকারি বেলাল হোসেন প্রবাস বার্তাকে জানান, ধামরাইয়ের চরসংগুর এলাকায় নির্মাণাধীন মসজিদ ও মাদ্রাসা পরিদর্শনে এই দুর্ঘটনা হয়। তিনি জানান, বেনজির আহমেদ নির্মাণকাজ দেখতে অস্থায়ী সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন, এমন সময় তিনি পড়ে যান। এতে তার হাত, মুখ এবং পায়ে আঘাত লেগেছে।
বেলাল হোসেন জানান, দুর্ঘটনার পর দ্রুত বেনজির আহমেদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। এখন তিনি বাসায় আছেন।