স্টাফ রিপোর্টার: ২০২০ সালে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে হোটেল ব্যবস্থাপনায় দক্ষ কর্মী যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন সেদেশে প্রবাসী ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১৮ জুন) বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বৈঠকে এই তথ্য জানায় ইউকে-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। প্রতিনিধি দলের সদস্যরা মন্ত্রণালয়কে জানান, হোটেল ব্যবস্থাপনা খাতে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রশিক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এজন্য মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করতে চান তারা।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী ইমরান আহমেদ প্রবাস বার্তাকে জানান, ২০২০ সালে কর্মী পাঠানোর চাহিদা সৃষ্টি হবে বলে জানিয়েছে প্রতিনিধি দল। তবে, আগেই প্রস্তুতি নেয়ার কথা জানান প্রতিমন্ত্রী। ইউকেবিসিসিআই বাংলাদেশে প্রশিক্ষণ কার্যক্রম চালাতে চাইলে মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে বলে জানান ইমরান আহমেদ। যে কোন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতাকে গুরুত্ব দেয়ার কথা জানান তিনি।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউকেবিসিসিআই এর চেয়ারম্যান ইকবাল আহমেদ এর নেতৃত্বে বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা হলেন, ইউকেবিসিসিআই এরপ্রেসিডেন্ট বজলুর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ রউফজেপি, ডিরেক্টর ও আহ্বায়ক শওকত আজিজ রাসেল, ড. এম জি মওলামিয়া, রোহেমা মিয়া, আবদুল কিউ খালেক (জামাল), ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, ফারজানা হোসেন নীলা।