Print Friendly, PDF & Email

 

প্রবাস বার্তা ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিদেশে বাংলাদেশি সকল দূতাবাসে সেবা বন্ধ থাকবে।

বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে প্রস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার ওয়াহিদা আহমেদ সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ-উল ফিতর উপলক্ষে ৪ জুন থেকে ৬ জুন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।

Manual Ad:

বাংলাদেশ দূতাবাস মালদ্বীপ প্রস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের তিন দিনের ছুটির সাথে সরকারি দুই দিন ছুটির পর ৯ জুন অফিস কার্যক্রম চালু হবে।

একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস থেকে একই ধরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দূতাবাস সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রবাসে অবস্থান করা বাংলাদেশিদের সুবিধার্তে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছুটির মধ্যে দূতাবাসে গিয়ে কাউকে যেনো ফিরে যেতে না হয়, তাই এই তথ্য জানানো হচ্ছে।

 

 

 

bdnewspaper24