সনজিৎ কুমার শীল, শারজা থেকে: অামিরাতে চট্রগ্রাম সমিতি অাল শাজ্জা শাখার উদ্যোগে এবং যমুনা ব্যাংকের সৌজন্যে ইফতার মাহফিল উপলক্ষে দোয়া ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সমিতির ইফতারে আমন্ত্রিতরা
মোহাম্মদ এরশাদ হোসেনের পরিচালনায় মো. ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম সমিতির সভাপতি মো. জয়নাল আবেদন ও সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী।
প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, অামাদের চট্রগ্রাম সমিতিকে ছোট থেকে অারো বড় করতে সকলের নিকট সাহায্য কামনা এবং পাঁচ ওয়াক্ত নামাজ পরার অাহ্বান জানান।
অারো বক্তব্য রাখেন জামাল হোসেন । অাবুল কাশেম,মহিউদ্দীন, রফিকুল ইসলাম। মো অহিদুল ইসলাম মো জাবেদ সাংবাদিক সনজিত কুমার শীল,সাংবাদিক শাহাজান সহ অন্যান্য সদস্যবৃন্দু।
বক্তারা বলেন মানব কল্যাণে কাজ করার জন্য সকলের উচিত। সবার সহযোগিতা যদি আমরা পাই তাহলে চট্টগ্রাম সমিতির উদ্যোগে বড় কিছু করতে পারবো। পরে বিশ্বে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।