আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে জাল পাসপোর্ট ও ভিসা স্টিকার সহ ১৬ জনকে গ্ৰেফতার করেছে ইমিগ্রেশন।
এসময় উদ্ধার করা হয়েছে ১৭০ টি বাংলাদেশি পাসপোর্ট, ইন্ডিয়ার ১০টি পাসপোর্ট সহ ১০ জাল ভিসা স্টিকার।
উদ্ধারকৃত মালয়েশিয়ার রিংগিত
আটককৃতদের বয়স ২২ থেকে ৪৬ বছর। গত ১৬ মে কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কেলাং লামার একটি অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন ফাইল সহ মালয় রিংগিত ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় ১৬ জনকে। যার মধ্য স্থানীয় ৮জন বাকি আটজন বিদেশি নাগরিক। ঐ ৮ জনের দুইজন বাংলাদেশি বলে স্থানীয় পত্রিকা উতুসানে প্রকাশিত খবরে জানা গেছে।
মালয়েশিয়া অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ বলেন, এই চক্রটি বিভিন্ন বিদেশি শ্রমিকদের সহজেই ভিসা পাওয়া এবং পাসপোর্ট তৈরীর কাজে দীর্ঘ এক বছর যাবত নিয়োজিত ছিল।
জব্দকৃত বাংলাদেশী পাসপোর্ট এর মধ্যে কতগুলো জাল তা স্থানীয়় পত্রিকায় উল্লেখ করেনি। আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্ৰেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।