আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার পুলাও পিনাংএর কুয়ালা জালান বারু এলাকায় বিল্ডিং কন্সট্রাকশন সাইটে কর্মরত ১০ জন বাংলাদেশি আহত হয়েছেন। ৬ মে সোমবার স্থানীয় সময় সকাল ৯,৪৫ মিনিটে প্রচন্ড বৃষ্টিতে ৮টি কনটেইনারের পাশে অবস্থান নেওয়া বাংলাদেশীদের উপর আঁছড়ে পড়লে আহতহন ১০ জন বাংলাদেশি। বাংলাদেশিদের বয়স আনুমানিক ২৫ থেকে ৪৫ বছর।
পেনাং ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এর প্রধান সাধন মোক্তার স্থানীয় গণমাধ্যমকে জানান,সকাল ৯ টা ৫০ মিনিটে আমরা ইমার্জেন্সি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃতদের হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিস বিভাগ আরো জানায়, মুষলধারে বৃষ্টির সাথে বাতাসের কারণে কন্টেইনার গুলো তাদের উপর আছঁড়ে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ১০ বাংলাদেশিদের পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। উল্লেখ্য ১০ বাংলাদেশি আহতের স্থলে ভুল বসত নিহত উল্লেখ করেছিলো স্থানীয় সিনার নামের একটি অনলাইন ভার্সনে। পরবর্তীতে তারা আহত হয়েছে বলে সংবাদ প্রকাশ করে।
এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনে আজ সকালে যোগাযোগ করা হলে শ্রম কাউন্সিলর মো: জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় কতজন আহত হয়েছে সঠিক কথ্য জানতে আমাদের পেনাংএর কন্সাল জেনারেল সংশ্লিষ্টদের সঙ্গে যোগযোগ অব্যাহত রেখেছেন।
বি:দ্র: খবরটি আগে অসম্পূর্ণ তথ্যে প্রকাশ হওয়ায় আমরা দুঃখিত ।