Print Friendly, PDF & Email

মহিঊদ্দিন মহি সৌদিআরব প্রতিনিধিঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন। গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদ থেকে প্রায় দেড় শ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মিনিবাসের আরোহী ১৭ বাংলাদেশি সড়ক দুর্ঘটনার শিকার হন। এদের মধ্যে ১১ জন ঘটনাস্থলে মারা যান। আহত এক জনের অবস্থা সংকটজনক।

উপরাষ্ট্রদূত আরও জানান, দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

all.bdnewspaper24.com