Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান খাতের সংবাদ কাভার করা সংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস – আরবিএম এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সিস – বায়রার মতবিনিময় সভা হয়েছে।

মঙ্গলবাব ( ৯ এপ্রিল) সকালে রাজধানীর ইস্কাটনের বায়রা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

আরবিএম’র ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক কালের কণ্ঠের হায়দার আলী, সাধারণ সম্পাদক বার্তা সংস্থা ইউএনবি’র মাসুদ উল হকসহ সংগঠনের সদস্যরা মতবিনিময়ে উপস্থিত ছিলেন।

বায়রার সভাপতি সংসদ সদস্য বেনজির আহমেদ, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম  ফিরোজ, সহ-সভাপতির মনসুর আহমেদ কালাম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম, এডভোকেট সাজ্জাদ হোসেন, নির্সবাহী সদস্য মোহাম্মদ আলী ও লিমা বেগমসহ সংগঠনের নেতারা  উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে বায়রার নেতারা বলেন, জনশক্তি খাতের কাজে গতি আনতে সাংবাদিকদের সহায়তা খুবই গুরুত্বপূর্ণ । গণমাধ্যমের ইতিবাচক প্রচারণা এখাতের উন্নয়নে বেশ কাজে আসবে বলেও মনে করেন বায়রা সদস্যরা।

আরবিএম সদস্যরা বলেন, অনেক সময় সংবাদের প্রয়োজনে বক্তব্য প্রয়োজন হলে বায়রার কেউ কেউ এড়িয়ে যেতে চান। এতে সংবাদের সঠিক তথ্য পেতে সমস্যা হয় বলেও জানান সাংবাদকরা।

ভবিষ্যতে সকলে সহায়তাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা করেন উভয় সংগঠনের নেতারা।

 

 

all.bdnewspaper24.com

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here